স্বাস্থ্য ও রোগ
1) নীচের কোন রোগটি ব্যাক্টেরিয়া দ্বারা সৃষ্টি হয় না?
A) ডিপথেরিয়া B) কলেরা C) টাইফয়েড D) ইনফ্লুয়েঞ্জা
2) নিচে দেওয়া কোন অসুখটিতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে ? *BIJAN SiR*8373828806
A) অস্টিওপোরোসিস B) আর্থারাইটিস C) রিউম্যাটিজম D) কলিক
3) লিউকোমিয়া হল
A) ফুসফুসের রোগ B) রক্তের রোগ C) ত্বকের রোগ D) স্নায়ুর রোগ
4) টাইফয়েড ও কলেরা কী ধরনের রোগের উদাহরণ?
A) সংক্রামক রোগ B) বাতাস বাহির রোগ
C) জলবাহিত রোগ D) কোনোটিই নয়
5) ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটি একপ্রকার---
A) ব্যাকটেরিয়া B) প্রোটোজোয়া C) ভাইরাস D) ছত্রাক
6) যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের DPT টীকা দেয়া হয়, সেগুলি হল - *BIJAN SiR*8373828806
A) ডিপথেরিয়া,
নিউমোনিয়া এবং টাইফয়েড
B) ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস
C) ডিপথেরিয়া, যক্ষা এবং নিউমোনিয়া
D) ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টাইফয়েড
7) ভাইরাসঘটিত রোগ হলো নিম্নের কোনটি?
A) কলেরা B) ম্যালেরিয়া C) টাইফয়েড D) পোলিও
8) থ্যালাসেমিয়া রোগ ক্ষতিগ্রস্ত হয়--
A) রক্ত B) ফুসফুস C) হৃৎপিণ্ড D) যকৃত
9) আয়োডিনের অভাবে কি রোগ হয়--
A) রিকেট B) থাইরয়েড C) স্কার্ভি D) গলগন্ড
10) কুকুর কামড়ালে ___ রোগটি হতে পারে
A) ম্যালেরিয়া B) কালাজ্বর C) ডিপথেরিয়া D) জলাতঙ্ক
11) গলগন্ড বা গয়টার রোগটি নিচের কোন খনিজের অভাবে হয়? A) আয়রন B) পটাশিয়াম C) ক্লোরিন D) আয়োডিন
12) মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় ?
A) প্যারোটিড গ্রন্থি B) সাবলিঙ্গুয়াল গ্রন্থি
C) সাবম্যাক্সিলারি গ্রন্থি D) ইনফ্রা-
অরবিটাল গ্রন্থি
13) নিম্নোক্ত কোন্ রোগটি মশার কামড়ে হয় না?
A) এনকেফালাইটিস B) ডেঙ্গু C) ম্যালেরিয়া D) বার্ড ফ্লু
14) কালাজ্বর রোগটির জন্য দায়ী—
A) প্রোটোজোয়া B) ভাইরাস C) ব্যাকটিরিয়া
D) ছত্রাক *BIJAN
SiR*8373828806
15) এইচ আই ভি(HIV) হল এক বিশেষ প্রকার----
A) DNA B) RNA C) DNA ও
RNA D) কোনটাই নয়
16) রক্তে অনুচক্রিকা পরিমাণ কমে গেলে যে রোগ হয় তা হল নিম্নের কোনটি ?
A) অ্যানিমিয়া B) লিউকোমিয়া C) পারপিউরা
D) লিউকোপেনিয়া
17) AIDS
রোগটি যে ধরনের জীবাণুর কারণে ঘটে সেটি হল
A) ভাইরাস B) ব্যাকটেরিয়া C) প্রোটোজোয়া D) ছত্রাক
18) মায়োপিয়া রোগটি ____ এর সঙ্গে সম্পর্কিত
A) ফুসফুস B) মস্তিস্ক C) কান D) চোখ
19) AIDS
রোগের পরীক্ষা করা হয় ELISA টেস্ট দ্বারা, এখানে “ELISA" আর Eএর অর্থ হলো--
A) Energy B) Engineer
C) Enzyme D) Ergometer
1.ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ হল-
*বিষ
*ভক্ষক *BIJAN
SiR*8373828806
*প্রোটিন
*কোনটিই নয়
2. 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার [Jenner] সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত কোন রোগের কথা বলেন?
*আমাশয় রোগের
*ট্রাকোমা রোগের
*বসন্ত রোগের
*যক্ষ্মা রোগের *BIJAN SiR*8373828806
3.ভাইরাসে নিম্নের কোনটি থাকে-
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন/প্রোটিন/নিউক্লিক অ্যাসিড/ফ্যাট
4.ভাইরাস অতি সুক্ষ্ম ছিদ্রের মধ্য দিয়ে-
*অতিসহজেই অতিক্রম করতে পারে না
*অতিসহজেই অতিক্রম করতে পারে
*কিছুটা অতিক্রম করতে পারে
5.পোলিও ভাইরাস শুধুমাত্র আক্রমণ করে-
*বাঘ ও হাতিকে
*পাখি ও মানুষকে
*বাঁদর ও মানুষকে
*কোনটিই নয়
6.পোলিও ভাইরাস আকার কীরূপ?
*গোলাকার
*দন্ডাকার
*ডিম্বাকার
*BIJAN
SiR*8373828806
*ঘনকাকার
7.একটি দন্ডাকার [Rod shaped] ভাইরাস হল-
*পোলিও ভাইরাস
*তামাক পাতার টোবাকো মোজেক ভাইরাস
*মাম্পস, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের ভাইরাস
*গুটি বসন্ত রোগের ভাইরাস
8.মাম্পস, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের ভাইরাসের আকার কীরূপ?
*গোলাকার
*দন্ডাকার
*ডিম্বাকার
*ঘনকাকার
9.নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ নয়?
*ইনফ্লুয়েঞ্জা
*ম্যালেরিয়া
*পোলিও
*BIJAN
SiR*8373828806
*বসন্ত
10.যেসব ভাইরাস ব্যাকটিরিয়াকে আক্রমণ এবং ধ্বংস করে তাদের বলা হয়-
*ব্যাকটিরিওফাজ
*ব্যাকটিরিওসাইট
*ব্যাকটিরিওরেঞ্জ
*কোনটিই নয়
11.নীলাভ সবুজ শৈবাল আক্রমণকারী ভাইরাসদের বলা হয়-
*মাইকোফাজ
*রেকটিফাজ
*সায়ানোফাজ
*সায়ানো ভাইরাস
12.নিম্নের কোন দুটি ভাইরাস গঠিত রোগ নয়?
*ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু জ্বর
*মাম্পস, হাম
*এনকেফালাইটিস, জলাতঙ্ক
*আমাশয়, বেরিবেরি
13.HIV ভাইরাস হল-
*DNA যুক্ত ভাইরাস
*RNA যুক্ত ভাইরাস
14.অণুবীক্ষণ যন্ত্রে সর্বপ্রথম ব্যাকটিরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন-
*অ্যানটনি ভ্যান লিভেনহিক
*লুই পাস্তুর
*রবার্ট কক
*এডওয়ার্ড জেনার
*BIJAN
SiR*8373828806
15.একটি উপকারী ব্যাকটিরিয়া হল-
ভিব্রিও কলেরি
*মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
*ল্যাকটোব্যাসিলাস ট্রাইকোডেস
*সালমোনেলা টাইফোসা
16.কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল-
*ভিব্রিও কলেরি
*মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
*মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
*সালমোনেলা টাইফোসা
17.কুষ্ঠ বা লেপ্রোসি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল-
*ভিব্রিও কলেরি
*মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
*সালমোনেলা টাইফোসা
*মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
18.যক্ষ্মা বা টিউবারকিউলোসিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল- *BIJAN
SiR*8373828806
*মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
*ভিব্রিও কলেরি
*মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
*সালমোনেলা টাইফোসা
19.টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হল-
*মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি
*সালমোনেলা টাইফোসা
*মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস
*ভিব্রিও কলেরি
20.রক্ত সঞ্চালনের মাধ্যমে ঘটতে পারে-
*AIDS
*হেপাটাইটিস
*ম্যালেরিয়া
*উপরোক্ত সবকটি
21.নিম্নের কোনটি উপকারী ছত্রাক নয়-
*পেনিসিলিয়াম
*ঈস্ট
*রাইজোবিয়াম
*কোনটিই নয়
22.পেনিসিলিন কে আবিষ্কার করেন?
*আলেকজান্ডার ডাফ
*আলেকজান্ডার ফ্লেমিং
*লিউয়েন হক
*BIJAN
SiR*8373828806
*লুই পাস্তুর
23.গম গাছের পাতায় ব্রাউন রাস্ট [brown rust] বা পিঙ্গল বর্ণের রাস্ট [yellow rust] বা মরিচা রোগ সৃষ্টি করে-
*অ্যাসপারজিলাস
*পাকসিনিয়া গ্রামিনিস
*পেনিসিলিয়াম
*রাইজোবিয়াম
24.ম্যালেরিয়া রোগটি হল-
*ভাইরাস গঠিত
*ব্যাকটেরিয়া গঠিত
*প্রোটোজোয়া গঠিত
*কোনটিই নয়
25.প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়া পরজীবীর উপস্থিতি লক্ষ করেন-
*রোনাল্ড রস
*লুই পাস্তুর
*ল্যাভেরান
*নিকোলেয়ার
26.এন্টামিবা হিস্টোলাইটিকা মানবদেহের বৃহদন্ত্রে বসবাসকারী এক রকমের ক্ষতিকর-
*প্রোটোজোয়া
*ভাইরাস
*ব্যাকটেরিয়া
*BIJAN
SiR*8373828806
*ছত্রাক
27.ম্যালেরিয়া রোগ ছড়ায়-
*কিউলেক্স মশা
*অ্যানোফিলিস মশা
*এডিস মশা
28.ডেঙ্গু রোগ ছড়ায়-
*কিউলেক্স মশা
*অ্যানোফিলিস মশা
*এডিস মশা
29.পুকুরে মশার লার্ভা ভক্ষণকারী মাছ হল-
*তেচোখা
*তেলাপিয়া
*গাপ্পি
*BIJAN
SiR*8373828806
*উপরোক্ত সবকটি
তাপ
1) একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা এক ডিগ্রী বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কী বলে?
A) লীনতাপB) আপেক্ষিক তাপC) তাপগ্রাহিতা
D) জলসম
2) কোন্ যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়?A) ব্যারোমিটারB) থার্মোমিটারC) ক্যালরিমিটারD) কোনোটিই নয় *BIJAN
SiR*8373828806
3) সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের প্রবর্তক কে?
A) আঁন্দ্রে সেলসিয়াসB) টরসেলিC) গ্যব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইটD) পাস্কেল
4) ফারেনহাইট স্কেলের প্রবর্তক কে?
A) আঁন্দ্রে সেলসিয়াসB) টরসেলি
C) গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইটD) পাস্কেল
5) কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে
A) বস্তুটির উষ্ণতা বৃদ্ধিB) বস্তুটির ভরC) বস্তুটির উপাদান
D) সবগুলি *BIJAN
SiR*8373828806
6) S.I.
পদ্ধতিতে তাপের একক হল—
A) ক্যালরিB) জুলC) থার্মD) কোনোটিই নয়
7) C.G.S.পদ্ধতিতে তাপের একক হল—
A) ক্যালরিB) জুলC) থার্মD) কোনোটিই নয়
8) 1
ক্যালরি = কত জুল?
A) 4.2B) 3.2C) 5.2D) 2.4
9) কোন বস্তুর তাপগ্রাহিতা হল—
A) বস্তুর ভর
x উষ্ণতা
B) বস্তুর ভর
x আপেক্ষিক তাপ
C) বস্তুর ভর
x লীনতাপD) কোনোটিই নয়
10) থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হল
A) প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক
B) প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক
C) পারদের হিমাঙ্ক
D) কোনোটিই নয় *BIJAN
SiR*8373828806
11) থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল—
A) প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক
B) প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক
C) পারদের হিমাঙ্ক
D) কোনোটিই নয়
12) সেলসিয়াস স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে
A) 100°C ও 0°CB) 80°C ও 20°C
C) 0°C ও 100°CD) 1°C ও 110°C
13) মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
A) 30°CB) 98.6°FC) 120°FD) 90°F
14) C.g.s.
পদ্ধতিতে j-এর মান হল—
A) 4.186 x 107 আর্গ/ক্যালরি
B) 4.186 জুল/ক্যালরি
C) (a) ও (b) উভয়েই
D) কোনোটিই নয় *BIJAN
SiR*8373828806
15) C.G.S.
পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হল
A) জুল/°C B) ক্যালরি/°C C) কিলোগ্রাম
D) গ্রাম
16) S.I. পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের মান কত?
A) 4.2 B) .02 C) 0.42 D) 42
17) কেলভিন স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
A) 273° ডিগ্রী কেলভিন
B) 373° ডিগ্রী কেলভিন
C) 32° ডিগ্রী কেলভিন
D) 212° ডিগ্রী কেলভিন
18) বোধগম্য তাপ মাপা হয়—দ্বারা
A) ব্যারোমিটারB) থার্মোমিটার
C) ক্যালরিমিটারD) কোনোটিই নয়
19) নীচের কোনটি উষ্ণতামাপক পদার্থ?
A) পারদB) অ্যালকোহলC) জলD) (a) ও (b) উভয়েই
20) ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল যথাক্রমে-
A) 0°C ও 100°CB) 273K ও 373K
C) 32°F ও 212°FD) -32°F ও 212°F
21) S.I.
পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল—
A) জুল/কেজি কেলভিন
(J/Kg K) *BIJAN
SiR*8373828806
B) জুল/কেজি ডিগ্রী সেলসিয়াস
(J/Kg °C)
C) জুল/কেলভিন
D) (a) ও (b) উভয়েই
22) C.G.S.
পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল
A) জুল/কেজি কেলভিন
(J/kgk)
B) জুল/কেজি ডিগ্রী সেলসিয়াস
(J/Kg °C)
C) ক্যালরি/গ্রাম ডিগ্রী সেলসিয়াস
(Calorie/gm °C)
D) কোনোটিই নয়
23) C.G.S.
পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের (J) একক হল—
A) একক নেইB) আর্গ/ক্যালরিC) জুল ক্যালরি
D) কোনোটিই নয়
24) S.I.
পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কী?
A) একক নেইB) আর্গ/ক্যালরিC) জুল/ক্যালরি
D) কোনোটিই নয়
25) পরম বা কেলভিন স্কেলের নিম্ন ও ঊধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে
A) 373K ও 273K B) 273K ও 373K
C) 0°C ও 80°C D) কোনোটিই নয়
26) S.I.
পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হল—
A) জুল/°C B) ক্যালরি/°C C) কিলোগ্রাম D) গ্রাম
27) কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় ? *BIJAN
SiR*8373828806
A) +40° B) +20° C) -20° D) -40°
28) কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কী বলা হয় ? A) আপেক্ষিক তাপ B) তাপগ্রাহিতা C) জলসম
D) ওপরের কোনোটাই নয়
1.একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা এক ডিগ্রী বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কী বলে?
*লীনতাপ
*আপেক্ষিক তাপ
*তাপগ্রাহিতা
2.কোন যন্ত্রের সাহায্যে গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়?
*ব্যারোমিটার
*ক্যালরিমিটার
*থার্মোমিটার
*কোনোটিই নয়
3.সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের প্রবর্তক কে?
*আঁন্দ্রে সেলসিয়াস
*টরসেলি
*পাস্কেল
*গ্যব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট
4.ফারেনহাইট স্কেলের প্রবর্তক কে?
*আঁন্দ্রে সেলসিয়াস
*টরসেলি *BIJAN
SiR*8373828806
*গ্যাব্রিয়েল ড্যানিয়েল ফারেনহাইট
*পাস্কেল
5.কোন বস্তু দ্বারা গৃহীত তাপ নির্ভর করে-
*বস্তুটির উষ্ণতা বৃদ্ধি
*বস্তুটির উপাদান
*বস্তুটির ভর
*সবগুলি
6.S.I. পদ্ধতিতে তাপের একক হল—
*ক্যালরি
*জুল
*থার্ম
7.C.G.S.পদ্ধতিতে তাপের একক হল—
*ক্যালরি
*জুল
*থার্ম
*কোনোটিই নয়
8. 1 ক্যালরি = কত জুল?
*6.2
*3.2
*4.2
*2.4 *BIJAN
SiR*8373828806
9.কোন বস্তুর তাপগ্রাহিতা হল—
*বস্তুর ভর x উষ্ণতা
*বস্তুর ভর x আপেক্ষিক তাপ
*বস্তুর ভর x লীনতাপ
*কোনোটিই নয়
10.থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হল-
*প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক
*পারদের হিমাঙ্ক
*প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক
*কোনোটিই নয়
11.থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল—
*প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক
*প্রমাণ বায়ুমণ্ডলের চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক
*পারদের হিমাঙ্ক
*কোনোটিই নয়
12.সেলসিয়াস স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে-
*100°C ও 0°C
*0°C ও 100°C
*80°C ও 20°C
*1°C ও 110°C *BIJAN
SiR*8373828806
13.মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
*30°C
*120°F
*98.6°F
*90°F
14.C.g.s. পদ্ধতিতে j-এর মান হল—
*4.186 x 107 আর্গ/ক্যালরি
*4.186 জুল/ক্যালরি
*(a) ও (b) উভয়েই
*কোনোটিই নয়
15.C.G.S. পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হল-
*জুল/°
*ক্যালরি/°C
*কিলোগ্রাম *BIJAN
SiR*8373828806
*গ্রাম
16.S.I. পদ্ধতিতে যান্ত্রিক তুলাঙ্কের মান কত?
*4.2
*.02
*0.42
*42
17.কেলভিন স্কেলে উর্ধ্ব স্থিরাঙ্ক কত?
*273° ডিগ্রী কেলভিন
*212° ডিগ্রী কেলভিন
*373° ডিগ্রী কেলভিন
*32° ডিগ্রী কেলভিন
18.বোধগম্য তাপ মাপা হয়—দ্বারা
*ব্যারোমিটার
*ক্যালরিমিটার
*থার্মোমিটার
*কোনোটিই নয়
19.নীচের কোনটি উষ্ণতামাপক পদার্থ?
*A) পারদ
*B) অ্যালকোহল
*C) জল
*D) (a) ও (b) উভয়েই
20.ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল যথাক্রমে-
*32°F ও 212°F
*0°C ও 100°C
*-32°F ও 212°F
*273K ও 373K
21.S.I. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল—
A) জুল/কেজি কেলভিন (J/Kg K)
B) জুল/কেজি ডিগ্রী সেলসিয়াস (J/Kg °C)
C) জুল/কেলভিন
D) (a) ও (b) উভয়েই
22.C.G.S. পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল-
*জুল/কেজি কেলভিন (J/kgk) B)
*জুল/কেজি ডিগ্রী সেলসিয়াস (J/Kg °C)
*ক্যালরি/গ্রাম ডিগ্রী সেলসিয়াস (Calorie/gm °C)
*কোনোটিই নয়
23.C.G.S. পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের (J) একক হল—
*একক নেই
*আর্গ/ক্যালরি
*জুল/ক্যালরি
24. S.I. পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের একক কী?
*একক নেই
*আর্গ/ক্যালরি
*জুল/ক্যালরি
*কোনোটিই নয় *BIJAN SiR*8373828806
25.পরম বা কেলভিন স্কেলের নিম্ন ও ঊধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে-
*373K ও 273K
*273K ও 373K
*0°C ও 80°C
*কোনোটিই নয়
26) S.I. পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হল—
*জুল/°C
*ক্যালরি/°C
*কিলোগ্রাম
*গ্রাম *BIJAN
SiR*8373828806
BIJAN SIR * 8373828806