Thursday, 15 May 2025

Swami and mother worship: BENGALI 3RD LECTURE

 

 

Swami and mother worship : BENGALI

@BIJAN SIR (M.A,B.ED)@

PRIVATE TUTOR *8373828806

Another day he was going ---------- spell he could not break.

আর অন্য একদিন আমার সঙ্গেই তিনি প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর জোড়াসাঁকোর নির্জন বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন, এবং যাত্রা শুরুর আগে, আগের রাতে একজনের জীবনের অন্তিম সময়ের যে দৃশ্য আমি দেখেছিলাম সে বিষয়ে আমাকে প্রশ্ন করেন

আমার হঠাৎ উপলব্ধি থেকে আমি সাগ্রহে বললাম, বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা মাত্র, আর আমাদের উচিত একজন মানুষের সঙ্গে তাঁর নিজের ভাষায় কথা বলা।

এ কথা শুনে তাঁর মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, "হ্যাঁ। আর একমাত্র রামকৃয় পরমহংসই এ শিক্ষা দিয়ে গেছেন। একমাত্র তিনিই সাহস করে বলে গেছেন যে, আমাদের উচিত সবার সঙ্গে তাঁদের নিজ নিজ ভাষায় কথা বলা।"তবুও এমন একদিন এল, যখন তিনি মাতৃপূজা সম্বন্ধে তাঁর নিজের অবস্থান সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন

আমার কালীঘাটে বক্তৃতা দেওয়ার কথা ছিল, এবং তিনি আমাকে এ কথা নির্দেশ দিতে এলেন যে আমার বিদেশি বন্ধুগণ উপস্থিত হতে চাইলে অন্য শ্রোতাদের মতো তাদেরকেও জুতো খুলে মেঝের ওপর বসতে হবে। ওই মহাপীঠে মায়ের দিব্য উপস্থিতিতে সাধারণ নিয়মের যেন কোনো ব্যতিক্রম না ঘটে। আমার ওপর এই বিষয়টি দেখার ভার রইল। 

এই কথা বলে চলে যাওয়ার আগে তিনি আরও কিছুক্ষণ থেকে গেলেন। তারপর যেন কিছুটা অনিচ্ছুকভাবে, কিছুটা লজ্জায় কর্নেল হে-র 'Guardian Angels' (রক্ষাকারী দেবগণ) নামক কবিতার উল্লেখ করে বললেন, "ব্রহ্ম ও দেবদেবী সম্পর্কে এই আমার অবস্থান বা অভিমত। আমি ব্রহ্ম ও দেবদেবীতেই বিশ্বাস করি, আর অন্য কিছুতে আমার বিশ্বাস নেই।"

স্পষ্টত তিনি আশঙ্কিত ছিলেন তাঁর নিজেরও যেমন যুক্তি দিয়ে বুঝতে অসুবিধা হয়েছিল আমারও যুক্তি দিয়ে বুঝতে অসুবিধা হবে যে-কোনো এক বিশেষ পূজা-পদ্ধতির শ্রেষ্ঠত্ব এবং বেদান্তের চরম ব্রহ্মবাদের মধ্যে সমন্বয়সাধন হতে পারে। 

স্বামীজি নিজে জানতেন না যে আমাদের কাছে তিনিই ছিলেন সমস্ত বিপরীত ধর্মবিশিষ্ট ভাবের সমন্বয়স্থল এবং প্রত্যেকটি ধর্মে যে সত্য বিরাজমান তিনিই তার স্বাক্ষীস্বরূপ।

তাই ওই বিষয়টি ভাবতে ভাবতে তিনি কিছুক্ষণ আপন মনে কথা বলতে লাগলেন, এবং কিছুক্ষণ অসংলগ্ন কথা লতে বলতে বসে রইলেন, যেন প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিজের কথা সহজ করে বোঝানোর চেষ্টা করছেন, আবার নিজের মধ্যে কোনো ভাবনায় ডুব দিচ্ছেন, যেন মনে হচ্ছে চেষ্টা করেও যে ভাবে তিনি বিভোর হয়ে আছেন তার মায়াজাল (প্রভাব) কাটতে পারছেন না।

IX MILD THE MIST

  Mild the Mist Upon the Hill  Emily Jane Bronte (1818 -1848) was an English poet and novelist, best remembered for her only novel, Wuth...