Monday, 12 August 2024

JULY MONTH MOCK TEST OF 100 MARKS . #WBP#KP#PSC ORIENTED EXAMS

 

 JULY MONTH MOCK TEST OF 100 MARKS BY BIJAN SIR (WBP/KP/PSC ORIENTED EXAMS)

1.এক ব্যক্তি কোনো নির্দিষ্ট দূরত্ব 12 কিমি/ ঘণ্টা গতিবেগে গিয়ে আবার 9 কিমি/ঘণ্টা গতিবেগে ফিরে আসে। যাতায়াতে যদি তার 2 ঘণ্টা 20 মিনিট সময় লাগে, তাহলে নির্দিষ্ট দূরত্বটি কত?21/12/15/24

2.একটি বাস 20 ঘণ্টায় 720 কিমি দূরত্ব যায়। বাসটির মিটার / সেকেন্ড-এ গড় গতিবেগ কত? 36/10/20/25

3.একটি ট্রেন প্রতি ঘণ্টায় 42 কিমি গড় গতিবেগ নিয়ে চললে ট্রেনটি গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছায়। 40 কিমি/ঘণ্টা গড় গতিবেগ নিয়ে চললে গন্তব্যস্থলে পৌঁছোতে ট্রেনটির 15 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলের দূরত্ব কত?120/210/140/160

4.এক ব্যক্তি P স্থান থেকে সকাল 11 টার সময় 10 কিমি / ঘণ্টা গতিবেগে দৌড়াতে আরম্ভ করে। সে ২ ঘণ্টা দৌড়ানোর পর 1 ঘণ্টা বিশ্রাম নেয়। এইভাবে সে চলতে থাকে যতক্ষণ না অপর ব্যক্তি  বেলা 2 টোর সময় P স্থান থেকে 15 কিমি / ঘণ্টা গতিবেগে দৌড়ানো আরম্ভ করে তাকে ধরতে পারে। কোন সময়ে দ্বিতীয় ব্যক্তি 1st  ব্যক্তিকে ধরতে পারবে? 2h40m/1h40m/3h40m/4h40m

5.দুটি গাড়ি A ও B যথাক্রমে 72 কিমি / ঘণ্টা এবং 90 কিমি / ঘণ্টা গতিবেগে এক শহর থেকে অপর শহরের উদ্দেশ্যে যাত্রা করে। B গাড়িটি যদি যাত্রা সম্পূর্ণ করতে A গাড়ি অপেক্ষা 1 ঘণ্টা সময় কম নেয়, তাহলে শহর দুটির মধ্যে দূরত্ব কত?90/180/270/360 km

6.তিনটি গাড়ির গতিবেগ 2:3:4। একই দূরত্ব অতিক্রম করতে এই তিনটি গাড়ির প্রয়োজনীয় সময়ের অনুপাত কত হবে? 4:3:2/2:3:4/4:3:6/6:4:3

7.দুটি ট্রেন একই সময়ে যাত্রা শুরু করে। একটি কলকাতা থেকে মধুপুর ও অপরটি মধুপুর থেকে কলকাতা। যদি তারা সাক্ষাতের 1 ঘণ্টা ও 4 ঘণ্টা পর যথাক্রমে মধুপুর ও কলকাতা পৌঁছায় তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হবে? 2:1/3:2/4:1/4:3

8.একটি ট্রেন 200 মি. লম্বা প্লাটফর্ম 30 সেকেন্ড এবং প্লাটফর্ম-এ দাঁড়ানো একটি লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ মিটার / সেকেন্ডে নির্ণয় করো।

7m/s  10 m/s 12m/s  5m/s

9.একটি মালগাড়ি A স্টেশন থেকে B স্টেশন এর উদ্দেশ্যে রওনা হল। একই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন B থেকে A এর দিকে যাত্রা করল। তাদেব সাক্ষাতের পর যথাক্রমে 16 ঘন্টা ও 9 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছাল। তাদের গতিবেগের অনুপাত কত?                        [A]4:3 [B] 3:7 [C] 7:3[D] 3:4

10.একটি বাস 40 km/hr. বেগে যায়। বাস ছাড়ার পর প্রতি 2 km অন্তর স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায়। যদি বাসটির গন্তব্যস্থলের দূরত্ব 24 km হয়, তবে বাসটির কত সময় লাগবে?

(a) 47 মিনিট (b) 40 মিনিট (c)36 মিনিট (d) 37 মিনিট

11.একটি শ্রেণির মোট ছাত্রসংখ্যা 40, বিতানের স্থান প্রথম থেকে পঞ্চম হ'লে শেষ থেকে কত হবে। 35/36/38/30

12.বালকদের একটি শ্রেণিতে বোধনের স্থান প্রথম থেকে নবম এবং অয়নের স্থান শেষ থেকে 28-তম। যটি তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং বোধনের স্থান হয় প্রথম থেকে 15তম, তাহলে শ্রেণিতে মোট ছাত্রসংখ্যা কত?40/42/43/45

13. 144:10 ::169:? 12/11/13/14

14.Nandan Kanan: Sanctuary :: ?

(A) Red Fort: King(B) Ganga: Holiness

(D) Capital: State(C) Tajmahal Monument

15.এক ব্যক্তি 12km পশ্চিমে যাওয়ার পর 3km দক্ষিণে এবং 8km পূর্বে যায়, সে শুরুর অবস্থান থেকে কতদূরে এসে পৌঁছায়? (A) 5km(B) 6km(C) 8km(D) 12km

16.P, Q, R, S, T এবং U এক পরিবারেরসদস্য। এই পরিবারে দু'জোড়া দম্পতি আছে। Q হলেন একজন চিকিৎসক এবং T-এর বাবা। U হলেন R-এর ঠাকুরদা এবং একজন ব্যবসায়ী। S হলেন T- এর ঠাকুমা এবং গৃহবধূ। এই পরিবারে একজন চিকিৎসক, একজন ব্যবসায়ী একজন নার্স, একজন গৃহবধূ ও দু'জন হাত্র/ছাত্রী আছে।

**নীচের কোনটি সব পুরুষ সদস্য? QU/QUT/QUP/UP

17.সুজয় অজয়ের ভাই, মালা সাহিলের বোন, অজয় মালার ছেলে এবং বিদিশার স্বামী। তাহলে সাহিল সুজয়ের কে হবেন? বাবা /মামা /কাকা / ভাই

18.যদি '+' দ্বারা বোঝায় 'x', '-' দ্বারা বোঝায় /'', 'x' দ্বারা বোঝায় '+','' / দ্বারা -' তাহলে নীচের সমীকরণটির সঠিক মান কত?  (18 + 10 * 20) - 8 + 6 =

(A) 35(B) 92(C) 26(D) 19

19.  2, 12, 20, 24, 180, 72, 1440, 288, 10080-

(A) 1920(B) 1880(C) 1620(D) 1440

20.  UV, QR, MN, IJ, ?

(A) GH(B) CD(C) EF(D) AB

21.  কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?

A) ক্ষপণকB) নাগার্জুনC) অশ্বঘোষD) চরক

22. চোল স্থাপত্যরীতি কি নামে পরিচিত?

A) তাঞ্জোর শিল্পরীতিB) দ্রাবিড় শিল্পরীতি
C)
 গোপুরম শিল্পরীতিD) চোল শিল্পরীতি

23. নিম্নের কে সর্বপ্রথম ‘অশ্বমেধ’ যজ্ঞ শুরু করেছিলেন?

A) চন্দ্রগুপ্ত মৌর্যB) পূষ্যমিত্র C) বসুমিত্রD) কোনটিই নয়

24. কোন চোল রাজ ‘গঙ্গইকোন্দ’ নামে পরিচিত

A) প্রথম আদিত্যB) প্রথম পরন্তকC) প্রথম রাজেন্দ্র
D)
 এদের কেউই নয়

25. সম্রাট কনিষ্ক নিম্নের কোন বৌদ্ধ সম্মেলনের ব্যবস্থা করেছিলেন?

A) প্রথমB) দ্বিতীয়C) তৃতীয়D) চতুর্থ

26. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A) সিমুক B) কৃষ্ণC) প্রথম সাতকর্ণী D) গৌতমীপুত্র সাতকর্ণী

27. কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

A) কণিষ্কB) কুজলকারা কদফিসিসC) বীম কদফিসিস
D)
 দ্বিতীয় কদফিসিস

28. কোন বংশের শাসকদের নৌবাহিনী সুমাত্রা এবং মালয় উপদ্বীপ জয় করেছিলেন

A) গুপ্তB) চোলাC) গঙ্গা D) এদের কোনটি নয়

29. ভারতের কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা প্রচলন করেন ?

A) শক B) মৌর্য C) গুপ্ত D) কুষাণ

30.  সাতবাহন যুগের সরকারি ভাষা কি ছিল ?

A) তামিল B) সংস্কৃতC) বাংলা D) প্রাকৃত

31. ধরিত্রী দিবস পালিত হয়

A) 5 ই জুনB) 22 শে এপ্রিলC) 16 ই সেপ্টেম্বরD) 12 ই মে

32. জাতীয় পর্যটন দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয় ?

A) 25 ডিসেম্বরB) 25 নভেম্বরC) 25 জানুয়ারিD) 23 জানুয়ারি

33. বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়?

A) 1 অক্টোবরB) 22 শে ডিসেম্বরC) 1 ডিসেম্বর
D)
 13 ই নভেম্বর

34. ) জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়

A) ২৫ মার্চB) 25 আগস্টC) 25 জানুয়ারিD) 25 সেপ্টেম্বর

35. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ?

A) 30 আগস্টB) 20 সেপ্টেম্বরC) 29 আগস্টD) 3 অক্টোবর

36. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে রাষ্ট্রপতির ইচ্ছানুসারে তার পদে অধিষ্ঠিত থাকেন?

(a) গভর্নর(b) নির্বাচন কমিশনার(c) লোকসভার স্পিকার

(d) প্রধানমন্ত্রী

37. রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করেন?

(a) প্রধান বিচারপতি(b) সংসদ(c) উপ রাষ্ট্রপতি

(d) প্রধানমন্ত্রী

38. ভারতের রাষ্ট্রপতি তার অফিসে প্রবেশের আগে কার কাছে শপথ গ্রহণ করেন?

(a) ভারতের প্রধান বিচারপতি(b) স্পিকার(c) উপ রাষ্ট্রপতি

(d) প্রধানমন্ত্রী

39. ভারতের রাষ্ট্রপতি কতবার তার পদে পুনঃনির্বাচিত হতে পারেন?(a) একবার(b) তিনবার(c) দুইবার(d) যতবার খুশি

40. কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কার্যভার সামলান যখন রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি উভয়ই অনুপস্থিত থাকেন?

(a) রাজ্যের একজন অভিজ্ঞ গভর্নর(b) ভারতের প্রধান বিচারপতি(c) লোকসভার স্পিকার(d) ভারতের অডিটর জেনারেল

41. উপরাষ্ট্রপতি পদে যোগ্যতা অর্জনের ন্যূনতম বয়স কত হতে হয়?(a) 25 বছর(b) 35 বছর(c) 21 বছর(d) 18 বছর

42. ভারতের উপ-রাষ্ট্রপতি _________ দ্বারা নির্বাচিত হন।

(a) জনগণ(b) ইলেক্টোরাল কলেজ যেটি রাষ্ট্রপতি নির্বাচন করে

(c) সংসদের উভয় কক্ষের সদস্য(d) রাজ্য আইনসভা

43. পদাধিকারবলে রাজ্যসভার চেয়ারম্যান কে?

(a) ভারতের প্রধান বিচারপতি(b) প্রধানমন্ত্রী(c) রাষ্ট্রপতি(d) উপ রাষ্ট্রপতি

44. ভারতের বর্তমান উপ-রাষ্ট্রপতি কে?

(a) মহম্মদ হামিদ আনসারি(b) এম. ভেঙ্কাইয়া নাইডু

(c) জগদীপ ধনকর(d) দ্রৌপদী মুর্মু

45. ভারতের উপ-রাষ্ট্রপতির নির্বাচনে কারা অংশগ্রহণ করেন না?

(a) লোকসভার নির্বাচিত সদস্যরা(b) রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা(c) রাজ্যসভার নির্বাচিত সদস্যরা(d) রাজ্যসভার মনোনীত সদস্যরা

46. নিচের কোন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছে?

(a) ধারা 76(b) ধারা 74(গ) অনুচ্ছেদ 75(d) ধারা 72

47. প্রধানমন্ত্রীসহ মোট মন্ত্রীর সংখ্যা বেশি হবে না-

(ক) লোকসভার 20% সদস্য(b) লোকসভার 10% সদস্য

(c) লোকসভার 25% সদস্য(d) লোকসভার 15% সদস্য

48. নিচের কোনটির দ্বারা প্রধানমন্ত্রী নিযুক্ত হন?

(ক) ভারতের অ্যাটর্নি জেনারেল(b) রাষ্ট্রপতি(c) সহ-সভাপতি

(d) ভারতের প্রধান বিচারপতি

49. নিম্নলিখিতদের মধ্যে কে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারকদের নিয়োগ করেন?

(ক) প্রধানমন্ত্রী(b) সহ-সভাপতি(গ) স্বরাষ্ট্রমন্ত্রী(d) রাষ্ট্রপতি

50. জনাব টি এস ঠাকুর হলেন................... ভারতের প্রধান বিচারপতি।(a) 41 তম(b) 42 তম(c) 43তম(d) 44তম

51. এল-নিনো হল-

(a) বিশ্ব বায়ু(b) উষ্ণ সমুদ্র বায়ু(c) পশ্চিমি ঝঞ্ঝা(d) ঘূর্ণিঝড়

52. আঁধি নামক ঝড় ____ স্থানে ঘটে থাকে।

(a) উত্তর প্রদেশ(b) গুজরাট(c) পাঞ্জাব(d) অসম

53. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টি হয়?

(a) করমন্ডল উপকূল(b) মালাবার উপকূল

(c) কোঙ্কণ উপকূল(d) কোনোটিই নয়

54. উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম কি?(a) আরাবল্লী পর্বতের পশ্চিমঢাল(b) পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢাল(c) মেঘালয়ের শিলং(d) অন্ধ্র উপকূল

55. ভারতের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(a) ওড়িশা(b) নিউ দিল্লি(c) তামিলনাড়ু(d) অন্ধ্রপ্রদেশ

56. শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে _____  বলে।

(a) ধাঙ্কার(b) খাদার(c) ভাবর(d) ভাঙ্গার

57. পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কি ধরণের মৃত্তিকা দেখা যায়?(a) কৃষ্ণ মৃত্তিকা(b) ক্ষারীয় মৃত্তিকা(c) ল্যাটেরাইট মৃত্তিকা(d) লোহিত মৃত্তিকা

58.. ভারতের মরু মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?

(a) জয়পুরে(b) বিকানীরে(c) যোধপুরে(d) জয়সলমীরে

59. নবীন পলি মৃত্তিকা খাদার ভারতের কোন রাজ্যে দেখা যায়?

(a) পশ্চিমবঙ্গ(b) উত্তরপ্রদেশ(c) উত্তরাখন্ড(d) উপরের কোনোটিই নয়

60.কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম হল:

(a) লাল মৃত্তিকা(b) রেগুর মৃত্তিকা(c) পলি মৃত্তিকা(d) কোয়ার্টজাইট মৃত্তিকা

61. চিরহরিৎ অরণ্যের একটি উদ্ভিদ হল –

(A) রডোডেনড্রন(B) ওয়ালনাট(C) রোজউড(D) গরান

62. ভারতের কোন্ রাজ্যে রবার গাছের চাষ সর্বাধিক ?

(A) পশ্চিমবঙ্গ(B) কেরল (C) মহারাষ্ট্র(D) উত্তরাখণ্ড

63. ভারতে কোন্ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি ?

(A) পর্ণমোচী(B) চিরহরিৎ(C) মরু উদ্ভিদ(D) ম্যানগ্রোভ

64. মরু অঞ্চলের কাঁটাযুক্ত উদ্ভিদকে বলে –

(A) হ্যালোফাইট(B) জেরোফাইট(C) হেলিওফাইট(D) মেসোফাইট

65. ভারতে বনসংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়েছে ?

(A) ১৯৭৫ খ্রিস্টাব্দে(B) ১৯৮০ খ্রিস্টাব্দে(C) ১৯৭০ খ্রিস্টাব্দে

(D) ১৯৮৫ খ্রিস্টাব্দে

66. নিচের কোনটি খরিফ ফসল নয়?

(a) ভাত(b) গম(c) আখ(d) তুলা

67. নিচের কোনটি প্রধান মসলা উৎপাদনকারী?

(a) ডেকান ফাঁদ(b) মালাবার উপকূল(c) করোমন্ডেল উপকূল

(d) সুন্দরবন ব-দ্বীপ

68. সবুজ বিপ্লব সবচেয়ে সফল হয়েছিল

(a) পাঞ্জাব এবং তামিলনাড়ু(b) পাঞ্জাব, হরিয়ানা এবং ইউপি(c) হরিয়ানা(d) ইউপি এবং মহারাষ্ট্র

69. বাজারভিত্তিক বাগান কৃষি কে বলা হয় -
A. 
ফ্লোরিকালচার  B. পোমামকালচার    C. ওলেরিকালচার      D. হরটিকালচার

70. ভারতের চিংড়ির রাজধানী বলা হয় –
A. 
চেন্নাই         B. কোয়েম্বাটুর      C. নেল্লোর    D. মাদুরাই

71. কোন দেশে জলাশয় পদ্ধতিতে প্রথম জলসেচ করা হয়?

(ক) তামিলনাড়ু(খ) কর্ণাটক(গ) অন্ধপ্রদেশ

(d) কেরালা

72. ভারতে জলসেচ বেশি হয় –

(ক) কূপের মাধ্যমে(খ) নলকূপের মাধ্যমে

(গ) জলাশয়ের মাধ্যমে(d) খালের মাধ্যমে

73. রামাগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে প্রার্থী?

(ক) কর্ণাটক(খ) উত্তরাখণ্ড(গ) উত্তরপ্রদেশ

(d) বিহার

74. ভারতের দীর্ঘতম নদী বাঁধটি হল :

(a) হীরাকুঁদ(b) ভাকরা-নাঙ্গাল(c) পিপরি

75. জলাশয়ের সাহায্যে জলসেচের প্রচলন বেশি :

(a) উত্তর ভারতে(b) দক্ষিণ ভারতে(c) মধ্য ভারতে

76. 1. কার্যের একক____।

(a) নিউটন।(b) জুল।(c) ওয়াট।(d) অশ্বক্ষমতা।

77. শক্তির একক______।

(a) নিউটন/সেকেন্ড।(b) ওয়াট/সেকেন্ড।

(c) মি. জুল/সেকেন্ড।(d) জুল/মিটার।

78. যখন একটি বস্তু অবাধে পৃথিবীর দিকে পড়ে, তখন তার মোট শক্তি _____।

(a) বৃদ্ধি পায়।(b) কমে।(c) স্থির থাকে।(d) প্রথমে বাড়ে তাপর কমে।

79. একটি বস্তুর ভর দ্বিগুণ হয়ে গেলে তার সম্ভাব্য শক্তি কী হবে_____।

(a) অর্ধেক।(b) দ্বিগুণ।(c) এক তৃতীয়াংশ।(d) এক চতুর্থাংশ।

80. অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি____।

(a) 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।(b) 1 অশ্বক্ষমতা = 647 ওয়াট।

(c) 1 অশ্বক্ষমতা = 674 ওয়াট।(d) 1 ওয়াট = 746 অশ্বক্ষমতা।

81. একটি বস্তুর উপর করা কাজ নির্ভর করে না______।

(a) স্নানচ্যুতি।(b) বল প্রয়োগ।

(c) বল এবং স্থানচ্যুতির মধ্যে কোণ।(d) বস্তুর প্রাথমিক বেগ।

82. কোনটি ভেক্টর ______।

(a) কাজ শেষ।(b) শক্তি।(c) ভরবেগ।(d) ক্ষমতা।

83. S.i. পদ্ধতিতে কার্যের পরম একক হল—

A) জুলB) নিউটন-মিটারC) নিউটন D) (a) ও (b) উভয়েই

84. 1 কিলোওয়াট = কত অশ্বক্ষমতা ?

A) 1.34 অশ্বক্ষমতা  B) 2.34 অশ্বক্ষমতা
C) 746 অশ্বক্ষমতা   D) 846 অশ্বক্ষমতা

 

85. কৃতকার্য হল—

A) প্রযুক্ত বল x বলের অভিমুখ
B) প্রযুক্ত বল x বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ
C) প্রযুক্ত বল x ভর
D) কোনোটিই নয়

86. নিচে দেওয়া কোন অসুখটিতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে ?A) অস্টিওপোরোসিসB) আর্থারাইটিসC) রিউম্যাটিজমD) কলিক

87.টাইফয়েড ও কলেরা কী ধরনের রোগের উদাহরণ?

A) সংক্রামক রোগ B) বাতাস বাহির রোগ C) জলবাহিত রোগ D) কোনোটিই নয়

88. যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের DPT টীকা দেয়া হয়, সেগুলি হল -

A) ডিপথেরিয়া, নিউমোনিয়া এবং টাইফয়েড
B) ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস
C) ডিপথেরিয়া, যক্ষা এবং নিউমোনিয়া
D) ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টাইফয়েড

89. আয়োডিনের অভাবে কি রোগ হয়--

A) রিকেটB) থাইরয়েডC) স্কার্ভিD) গলগন্ড

90.এইচ আই ভি(HIV) হল এক বিশেষ প্রকার----

A) DNAB) RNAC) DNA ও RNAD) কোনটাই নয়

91. He said, “Grass is green.”

A) He told that grass is green
B) He told that grass was green
C) He told that grass had been green
D) He told that grass will always be green

92. Correct passive form of the following sentence 'Orange tastes sour' is :

A) Orange is tested sour.
B) Orange is sour after testing.
C) Orange is sour when it is tested.
D) Orange is tested as sour.

93. You had better — permission.

A) WantB) AskC) CallD) Order

94.  'Cinema' may be used with

A) CookingB) SellingC) SleepingD) Theater

95. Convert the given sentence into an interrogative sentence and see below for the correct option :
“Honesty is the best policy”

A) is honesty the best policy ?
B) is not honesty the best policy ?
C) Is honesty not the best policy ?
D) Why is honesty the best policy?

96. DVD পুরো কথাটি হল –

A) Digital Video Developer B) Digital Video Device
C) Digital Video Disc D) কোনোটিই নয়

97.  ROM-এর সম্পূর্ণ নাম কী?

A) Randomness of Memory B) Regulation of Memory C) Revival of Memory D) Read Only Memory

98. IBM stands for?

A) Internal Business Management/
B) International business management/
C) international business machines/
D) internal business machines/

99. শুষ্ক বরফ হল:

A) কঠিন কার্বন ডাই অক্সাইড B) তরল অক্সিজেন
C) তরল হাইড্রোজেন D) তরল ক্লোরিন

100. কোন বিজ্ঞানী সর্বপ্রথম nh3 গ্যাস প্রস্তুত করেন?

A) প্রিস্টলিB) ল্যাভয়সিয়েরC) ভন্ হেলমন্টD) অ্যাভোগাড্রো

------------------BIJAN SiR-----------------------

 

“Successful people are not gifted; they just work hard, then succeed on purpose.”

-       BIJAN DA –

 

*SOMPARA STUDY HUB* 8373828806

 

DATE : 03/08/2024

SHIFT : MORNING 9 AM TO 10 AM

 

 

No comments:

Post a Comment

IX MILD THE MIST

  Mild the Mist Upon the Hill  Emily Jane Bronte (1818 -1848) was an English poet and novelist, best remembered for her only novel, Wuth...